মীরসরাইয়ে রাস্তার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকার প্রায় ৪৫ পরিবারের বিক্ষুদ্ধ মানুষ। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার পাবলিক লাইব্রেরী সামনে এই মানবন্ধন এই মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।
ভুক্তভোগীরা অভিযোগ করেন মীরসরাই উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মধ্যম মুরাদপুর প্রকাশ বানাতলী গ্রামের ঐতিহ্যবাহী ইসমাইল হাজী ও বীর মুক্তিযোদ্ধা আমির আলী বাড়ীর দীর্ঘ একশত বৎসরের চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়া ৪৫টি পরিবার দুঃর্বিসহ জীবন যাপন করতেছি। তারা আরো বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ও এলাকার গন্যমান্য ব্যক্তি তাদের রাস্তা সংস্কারের উদ্যোগে নিলেও এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির দ্বারা প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং জমিদাতাগণকে বিভিন্ন ধরণের হুমকী প্রদর্শন করায় আমার দুর্বিষহ জীবন যাপন করতেছি।
এই সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আমির আলীর বড় সন্তান ফরহাদ হোসেন, দেলোয়ার হোসেন, কামরুল ইসলাম, খালেদা আক্তার, রিজিয়া বেগম, রিমা মনি সহ ৪৫ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।