1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরের মিঠাপুকুরে বিএমডিএ'র আওতায় নদী খননের ইজারা নিয়ে বালু ও মাটির ব্যবসা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বালিয়াডাঙ্গীতে অষ্টপ্রহরের দাওয়াত দিতে আত্মীয়র বাড়িতে লাহিড়ীহাটে যাওয়ার পথে ট্রাক্টরচাপায় ১ মোটরসাইকেল চলকের মৃত্যু ! ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মানববন্ধন ! ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ ! ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি ! সৈয়দপুরে শিল্পপতির নির্মাণ কাজে বাধা, মালামাল লুট ও অপপ্রচারের অভিযোগ রাজশাহীতে ২৬৫ গ্রাম মাদকসহ আটক -১ উত্তর সর্তা দরগাহ্ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল আলম  ঠাকুরগাঁওয়ে সুপ্রিয় জুটমিলে আগুনের ঘটনা ঘটেছে! ঠাকুরগাঁও– লাহিড়ী ও নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী করেছেন সাধারণ জনগণ চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি

রংপুরের মিঠাপুকুরে বিএমডিএ’র আওতায় নদী খননের ইজারা নিয়ে বালু ও মাটির ব্যবসা

খন্দকার রাকিবুল ইসলাম,স্টাফ রিপোর্টার,রংপুর অফিসঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪৯ বার

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শালমারা নদীতে নদী পুনঃখননের কাজ চলছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায়।ভূউপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে রংপুর জেলায় সেচ সম্প্রসারণ প্রকল্পের আওতায় শালমারা নদী পুনঃখনন কার্যক্রম চলমান রয়েছে। নদী পুনঃখননের পর নদীর অভ্যন্তরের বালু ও মাটি দিয়ে নদীর পাড় বাধাই করার পর বর্তমানে লক্ষ টাকার বালু বিক্রি করার অভিযোগ উঠেছে।এলাকাবাসীর অভিযোগ নদীর উচ্ছিষ্ট মাটি ও বালু দিয়ে নদী পাশের খাল-ডোবা ভরাট করার কথা থাকলেও ইজারাদার ডালিম পুকুর ও নিচু জমি ভরাট করার নামে বালু বিক্রির ব্যবসা করছে।

শালমারা নদীর পায়রাবন্দ ইউনিয়নের শিংগিকুড়া ও শালমারা লতিবপুর অংশে গিয়ে দেখা যায় বেশ কয়েকটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের মাধ্যমে নদী পুনঃখননের কাজ চলছে।মেশিন গুলোর নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা শরিফুল ইসলাম জানান উচ্ছিষ্ট বালুগুলোর মাধ্যমে সাধারন জনগণের খাল ও ডোবা বিনামূল্যে ভরাট করে দেয়া হচ্ছে।বালু ও মাটি বিক্রির অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে অস্বীকার করেন তিনি।

এলাকাবাসীর অভিযোগ আবুলের ঘাট সংলগ্ন রাস্তার দুইপাশে দুইটি জমি ভরাট করার নামে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে ইজারাদার ডালিম।এবিষয়ে একটি জমির মালিক কাটারামদরগার বাসিন্দা কৃষক রেজাউলের সঙ্গে কথা বললে তিনি অর্থের বিনিময়ে নিচু জমি ভরাট করে নেয়ার বিষয়টি স্বীকার করলেও কি পরিমান অর্থ দিয়ে জমি ভরাটের কাজ করিয়ে নিয়েছেন তা বলতে অস্বীকৃতি জানান।অপর জমির মালিক একই গ্রামের রশিদুল দাবি অনুযায়ী অর্থ দিতে না পারায়, তার বিনিময়ে জমির মালিকের একটি গরু নেয়ার অভিযোগ উঠেছে ইজারাদার ডালিমের বিরুদ্ধে।এ বিষয়ে ভুক্তভোগী রশিদুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

আবুলের ঘাট সংলগ্ন সিংগিকুড়া গ্রামে একটি বাড়িতে গিয়ে দেখা যায় নদী থেকে বালু উত্তোলন করে পুকুর ভরাটের কাজ চলছে।উক্ত পুকুরের মালিক সালেহা বেগম জানান ৪৫০০০ টাকার বিনিময়ে পুকুর ভরাটের চুক্তি হয়েছে ইজারাদার ডালিমের সঙ্গে।বাজার তুলনায় অনেক কম টাকায় পুকুর ভরাটের কাজ শুরু হওয়ায় তিনি অনেক খুশি।মিডিয়া কর্মী পরিচয় পেলে তার কথা প্রকাশ না করার অনুরোধ জানান তিনি।

শালমারা নদী সংলগ্ন পার্শ্ববর্তী বড়াইপাড়া গ্রামে গিয়ে দেখা যায় মুদি দোকানি চন্দনের দশ শতকের একটি পুকুর ভরাটের কাজ শুরু করার প্রস্তুতি চলছে।দোকানদারিতে ব্যস্ত চন্দনের মা’র সঙ্গে কথা বলে জানা যায় তার দশ শতকের পুকুর ভরাটের জন্য ১২০,০০০ টাকা কন্টাক হয়েছে ইজারাদারের সঙ্গে।হাতের কাছে এত সহজে জমি ভরাটের কাজ কন্টাকের সুযোগ পাওয়ায় হাতছাড়া করেননি তার ছেলে।

নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান পায়রাবন্দ ইউপির সদস্য ছালাম মেম্বারের যোগসাজশে নদী খননের অন্তরালে এ অবৈধ বালু ব্যবসা চালিয়ে যাচ্ছে ইজারাদার ডালিম।কিন্তু এ বিষয়ে সাক্ষ্য দিতে কেউই রাজি হয়নি ও কোন প্রমান পাওয়া যায়নি।

নদী ড্রেজিংয়ের অন্তরালে অবৈধ বালু ব্যবসার বিষয়ে ইজারাদার মোস্তাক আলী খন্দকার ডালিমকে প্রশ্ন করা হলে তিনি জানান, এটি গুজব।ছালাম মেম্বারের দুইটি মেশিন ভাড়া নিয়ে ড্রেজিংয়ের কাজ করায় তার বিরোধী গ্রুপরা এগুজব ছড়াচ্ছে।তিনি আরো জানান অনেক ৪০০/৫০০ টাকার সাংবাদিক এসেছিলো আমি তাদের বুঝিয়ে দিয়েছি সবকিছু।আর আমি পুরো বাংলাদেশে কাজ করে বেড়াই।এর আগেও সাংবাদিকরা আমাকে নিয়ে অনেক লেখালেখি করছিলো।কিছুই করতে পারেনি।প্রতিবেদককে বলে আপনি এসে দেখে যান। যদি কেউ প্রমান দিতে পারে আমি টাকা নিয়েছি।তাহলে আমার যা হবার হবে।বালু মাটি বিক্রি ও গরু নেয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।

মিঠাপুকুর জোন বিএমডিএ সহকারী প্রকৌশলী শরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,শালমারা নদীর পুনঃখননের কাজ মেসার্স ডালিম এন্টারপ্রাইজ কে দেয়া হয়েছে।নদী পুনঃখনন করে নদীর পাড় বাধাই করা হচ্ছে ও উচ্ছিষ্ট বালু দিয়ে পাশ্ববর্তী নিচু জমি ও নর্দমা ভরাট করে দেয়া হচ্ছে মানুষের চাহিদা অনুযায়ী।বালু ও মাটি বিক্রির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান কবরস্থান ও মানুষের চাহিদা মোতাবেক কাজ করতে গিয়ে ইজারাদারের বাড়তি খরছ হচ্ছে।সেজন্য ইজারাদার জমির মালিকের কাছে কিছু খরছ হয়তো নিতেছে।এসব বিষয়ে ইজারাদার ভালো জানেন।বালু ও মাটি বিক্রি হচ্ছে না বলেও তিনি জানান।

বিএমডিএ রংপুর সার্কেলের প্রকল্প পরিচালক হাবিবুর রহমান জানান,শালমারা নদী পুনঃখনন করে নদীর পাড় বাধাই করে তার মধ্যে বনায়ন করা হবে।নদীর বালু ও মাটি গুলো বিক্রি করা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান এটি বেআইনি। এ বিষয়ের সত্যতা তার জানা নেই।এবিষয়ে তিনি তদন্ত করে দেখবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net