আপনার প্রয়োজনীয় কাপড় নিয়ে যান-অপয়োজনীয় কাপড় রেখে যান’ এই স্লোগানে রক্ত বন্ধু ফোরাম চট্টগ্রাম এর উদ্যোগে চট্টগ্রাম সিআরবিতে অসহায় হতদরিদ্র মানুষের জন্য মানবতার দেওয়াল উন্মোচন হয়েছে।
সংগঠনের পরিচালক মোহাম্মদ রহিম বাদশার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের সঞ্চলনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মানবতার কল্যানে আমরা ও মানবতার কল্যানে ব্লাড ডোনাস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি চৌধুরী মোহাম্মদ জামান।
প্রধান আলোচক ছিলেন- সপ্নময় মানবকল্যানমুখী সংগঠনের সভাপতি হাবিবউল্লাহ, প্রধান বক্তা- জীবনের জন্য রক্ত ‘র পরিচালক- আব্দুর রহমান রাফি।
বিশেষ অতিথি ছিলেন- মানবতার কল্যানে আমরা ও মানবতার কল্যানে ব্লাড ডোনাস চট্টগ্রাম উত্তর জেলার অর্থ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, মোহাম্মদ রিদোয়ান, সংগঠনের সদস্য মোছাম্মৎ সাজিয়া ইসলাম, মারুফ রাহুল সহ আরো অনেকে।
রক্ত বন্ধু ফোরাম’ এর পরিচালক মোহাম্মদ রহিম বাদশা বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন- রক্ত বন্ধু ফোরাম চট্টগ্রামের এডমিন মোহাম্মদ ইমন, ফোরামের সদস্য কাজী জিহাদুল ইসলাম, এডমিন মোহাম্মদ রিদোয়ান, সদস্য মানিক রিয়াদ, রক্ত বন্ধু ফোরাম চট্টগ্রামের মডারেটর তাসলিমা আকতার তানহা, এডমিন মোহাম্মদ ইয়াছিন এর প্রতি।