1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের নোয়াপাড়া চৌধুরী হাট ঘাটকুলের সড়ক না থাকায় চরম দুর্ভোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

রাউজানের নোয়াপাড়া চৌধুরী হাট ঘাটকুলের সড়ক না থাকায় চরম দুর্ভোগ

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৩৮ বার

চট্টগ্রামের রাউজান উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চৌধুরী হাট ঘাটকুল দিয়ে এক সময়ে কর্ণফুলী নদীর নৌ-পথে চট্টগ্রাম শহর থেকে হাজার হাজার মানুষ চলাচল করতো। চট্টগ্রাম শহর থেকে মালামাল ক্রয় করে রাউজানের ব্যবসায়ীরা কর্ণফুলী নদী দিয়ে এনে চৌধুরী হাট ঘাটকুল এলাকায় তুলে রাউজানের বিভিন্ন এলাকায় নিয়ে যেতো।এছাড়াও চট্টগ্রাম জেলার বোয়ালখালী- রাউজান উপজেলার হাজার হাজার মানুষ চৌধুরী হাট ঘাটকুল দিয়ে কর্ণফুলী নদী পার হয়ে সাম্পান করে যাতায়াত করতো।কালের বির্বতনে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে চট্টগ্রাম শহর থেকে কর্ণফুলী নদী দিয়ে নৌযানে করে মালামাল পরিবহন কমে যায়।নোয়াপাড়া চৌধুরী হাট ঘাটকুল দিয়ে এখনো রাউজানের বাসিন্দারা নৌপথে বোয়ালখালী উপজেলার কধুর খীল চৌধুরী হাট ঘাটে উঠে আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন কাজে যাতায়াত করে।

বোয়ালখালী উপজেলার বাসিন্দারা কর্ণফুলী নদী পার হয়ে নৌপথে রাউজানে আত্মীয় স্বজনের বাড়ীসহ বিভিন্ন কাজে যাতায়াত করতে হয় এখনো। রাউজান ও বোয়ালখালী উপজেলার শত শত বাসিন্দাদের চলাচলের স্থান বোয়ালখালী উপজেলার চৌধুরী হাট ঘাটে কোন সমস্যা না থাকলে ও রাউজানের নোয়াপাড়া চৌধুরী হাট ঘাটকুলে সমস্যা রয়েছে। কর্ণফুলী নদীর জোয়ার আসলে ঘাটের পুরো সড়ক জোয়ারের পানিতে তলিয়ে যায়।পানিতে নেমে নারী ও পুরুষ ছেলে মেয়েরা সাম্পানে উঠে চলাচল করে।আবার ভাটার সময়ে ঘাট থেকে কাঁদামাটি দিয়ে হেঁটে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে নৌযানে উঠতে হয় ওপার নামতে হয়।দুই পারে শত শত মানুষের প্রতিদিনের চলাচলের স্থান চৌধুরী হাট ঘাটকুলে যাওয়ার সড়কটি নির্মান করা হলে ঘাট দিয়ে চলাচলকারীদের দুর্ভোগ লাঘব হবে।

কর্ণফুলী নদী দুই পারের পারাপারকারী সাম্পানের মাঝি আবু জাহেদ বলেন,নদীতে জোয়ারের সময় জোয়ারের পানিতে ঘাটে আসার সড়কটি তলিয়ে যায়।যাত্রীরা পানিতে নেমে পরণের কাপড় ভিজিয়ে চলাচল করে।প্রতিজন ১৫ টাকা করে ভাড়া নিয়ে সাম্পান যোগে নদী পারাপার করে।প্রতিবার পারাপারে ঘাটের ইজরাদার দার শফিকে ২০ টাকা করে দিতে হয়। এ ঘাট দিয়ে শত শত মানুষ এপার ঐপারে যাতায়াত করেন।তবে এ ঘাটকুল সংস্কার ও সড়ক নির্মান করার দাবী জানান স্থানীয়রা।নোয়াপাড়া চৌধুরী হাট ঘাটকুলের ঘাটের ইজারাদার শফি বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ থেকে ৭০ হাজার টাকা ইজারা দিয়ে ঘাট নিয়েছি।ঘাটের সড়কে জোয়ারের পানিতে তলিয়ে যায়।ভাটার সময়ে কাঁদামাটি দিয়ে পায়ে হেঁটে এলাকার মানুষরা দুর্ভোগের মধ্যে চলাচল করতে হয়।রাউজানের নোয়াপাড়া ইউপি ২নং ওয়ার্ডের মেম্বার সেকান্দর হোসেন বলেন, নোয়াপাড়া চৌধুরী হাট ঘাটকুল এলাকায় কর্ণফুলী নদীর ঘাটে সাম্পানে উঠার জন্য সড়কটি নির্মান করা হলে ও বর্ষার মৌসুমে সড়কটি তলিয়ে গেছে। সড়কটি পুনরায় নির্মান করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net