1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে বোরোর চাষাবাদে ব্যস্ত কৃষকরা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন

রাউজানে বোরোর চাষাবাদে ব্যস্ত কৃষকরা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ২২৩ বার

রাউজানের খাল নদী ও গভীর নলকুপ পানি দিয়ে বোরো ধানের চাষাবাদে ব্যস্ততম সময় পার করছে কৃষকরা।ইতিমধ্যে কৃষকরা জমিতে হাল চাষ ও পানি সেচ দিয়ে তৈরিকৃত জমিতে বীজতলা থেকে চারা তুলে তা রোপণ করছেন।সরজমিনে পরিদর্শনে দেখা যায়, রাউজানের হলদিয়া, ডাবুয়া,চিকদাইর, গহিরা,নোয়াজিশপুর,বিনাজুরী,কদলপুর,রাউজান, পূর্বগুজরা, পশ্চিমগুজরা, উরকিরচর,নোয়াপাড়া, বাগোয়ান,পাহাড়তলী ইউনিয়ন, রাউজান পৌর এলাকার আলী খীল,ওয়াহেদার খীল,ঢালারমুখ, পূর্বরাউজান,পশ্চিম রাউজান,ঢেউয়া পাড়া, হাজীপাড়া,সাপলঙ্গা,গণি হাজীপাড়া,দলিলাবাদ, ছত্রপাড়া, ছিটিয়া পাড়া, সুলতানপুর,কাজীপাড়া, পশ্চিম সুলতানপুর,মোবারক খীল,দক্ষিণ গহিরা, পূর্বগহিরা,পশ্চিমগহিরা, উত্তর সর্তা এলাকার ফসলি জমিতে সেচের পানি দিয়ে এলাকার কৃষকেরা বোরো ধানের চাষাবাদ শুরু করেছেন।

পশ্চিম ডাবুয়া এলাকার কৃষক আবুল হোসেন টিপু বলেন, এবছর ৩ একর জমিতে বোরো ধানের চাষাবাদ করেছি।বোরো ধানের চারা রোপন করার জন্য দৈনিক ৭০০ থেকে ৮০০ টাকা বেতন দিয়ে চাষাবাদের কাজ করতে হচ্ছে। বোরো ধানের চাষাবাদের পাশাপাশি বিভিন্ন শাক-সবজি ও সরিষা চাষাবাদও করছি।রাউজান উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল জানায়- রাউজানের উপজেলার ১৪টি ইউনিয়নে ও পৌর এলাকায় এবার বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৪৫ হেক্টর জমিতে।আমন ধান কাটার পর থেকেই ফসলী জমিতে বোরো ধানের চারা রোপন করার কাজে ব্যস্ত সময় অতিবাহিত করছে কৃষকেরা।আশা করছি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফসলী জমিতে এবার বোরো ধানের চাষাবাদ হবে। তিনি আরো জানান,রাউজানে ডিজেলচালিত সেচ পাম্প ৩৬০টি, বিদ্যুৎচালিত সেচপাম্প ৫৪টিসহ ছোট- বড় ডিজেল চালিত১৮৪ সেচপাম্পের মাধ্যমে বোরো ধানের চাষাবাদে সেচ প্রদান করছে হচ্ছে।এছাড়াও ৮৪টি গভীর নলকূপ ঝর্ণাসহ ছোট ছোট সেচের মাধ্যমে কৃৃষকেরা বোরো ধানের চাষাবাদ করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net