বাংলাদেশের বানিজ্যিক রাজধানী খ্যাত বন্দর নগরী চট্টগ্রামের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রাউজান উপজেলার চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের পাশে দাঁড়িয়ে এক থেকে দেড়শ নারী-পুরুষ। তাদের একেকজনের সামনে সারি সারি রাখা বস্তাগুলো দেখে সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা মনে করতে পারেন এটি ধান, চাউল বা অন্যকোন দ্রব্যর হাট। আসলে তা নয়। প্রায় চার শতাধিক বস্তায় ভরা প্লাস্টিক, পলিথিন ও অপচনশীল আবর্জনা বিক্রি করতে এনেছেন এলাকার বিভিন্ন বয়সী দুঃস্থরা। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এ দৃশ্য দেখা গেছে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাউজান সদরের মুন্সিঘাটায়।
পরিবেশ দূষণরোধ ও সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে (ওয়ার্ডভিত্তিক) প্লাস্টিক, পলিথিন ও অপচনশীল আবর্জনা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী হাটে এমন দেখা মিলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রাম হবে শহর’ বাস্তবায়নে এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশনায় ২ শ’ টাকা করে প্রতিবস্তা অপচনশীল আবর্জনা কিনে নেয়ার কার্যক্রমটি ইতিপূর্বে হাতে নিয়েছে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এ লক্ষ্যে আজ ৬ নম্বর ওয়ার্ডে নিজ হাতে টাকা দিয়ে আবর্জনার বস্তা কিনে নিয়ে ওয়ার্ডভিত্তিক কার্যক্রমের উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এতে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। প্যানেল মেয়র-২ ও স্থানীয় কাউন্সিলর এডভোকেট সমীর দাশগুপ্তের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ওসি আবদুল্লাহ আল হারুন।
অতিথি ছিলেন কাউন্সিলর জানে আলম জনি, শওকত হাসান, যুবলীগের সুমন দে, তসলিম উদ্দিন, আবু ছালেক, উজ্জ্বল দাশগুপ্ত, আলহাজ নুরুল আমিন, নবীদুল আলম, অনুপ চক্রবর্তি, ইকবাল হোসেন, ভানু দে, ইকতিয়ার উদ্দিন, এরশাদ হোসেন সুজন, অনিক দাশগুপ্ত, সাদ্দাম প্রমুখ। অনুষ্ঠানে ফজলে করিম এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী গ্রামকে শহরে যে রূপ দেয়ার ভিশন নিয়েছেন, সে লক্ষ্য পূরণে রাউজান পৌরসভা অনেকধাপ এগিয়ে। জমির উদ্দিন পারভেজ দায়িত্ব নেয়ার পর থেকে পৌরসভার অনেক ইতিবাচক কর্মকাণ্ডে ধীরে ধীরেই রাউজান পৌরসভা মডেল পৌরসভার পাশাপাশি একটি শহরে পরিণত হচ্ছে।’ পরে চার শতাধিক বিভিন্ন নারী পুরুষের কাছ থেকে প্রতি বস্তা ২০০ টাকা দরে অপচনশীল আবর্জনা ক্রয় করা হয়।