চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের মজিদার পাড়ায় “স্টুডেন্টস স্পোর্টস ক্লাব”র কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শনিবার (৬ ফেব্রুয়ারী) বিকালে এই কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন মুহাম্মদ মহিউদ্দিন সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন মিজানুর রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি পদে মাইনুদ্দিন হাসান টিপু, সহ-সাধারণ সম্পাদক পদে মারুফুল ইসলাম,অর্থ সম্পাদক পদে সাইদুল ইসলাম ফাহিম, সহ- অর্থ সম্পাদক পদে মানছিফ রেজা, সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ সামির ক্রীড়া সম্পাদক পদে শেফায়েত হোসেন রিদুয়ান, প্রচার সম্পাদক পদে মুহাম্মদ জাবেদ।
এছাড়াও সংগঠনের নতুন নিয়মে আজীবনের জন্য পরামর্শক মনোনীত হলেন ৮ জন। তারা হলেন, মুহাম্মদ তানভীর হোসেন, মুহাম্মদ তৌহিদুল ইসলাম, আকিব জাবেদ, মুহাম্মদ জিহাদুল ইসলাম, মুহাম্মদ সাকিব,আবু বক্কর,ফাহিম ফয়সাল,শেফায়েত হোসেন আকিব। উপদেষ্টা করা হয়েছে
যথারীতি শাহীন আলম বাপ্পি ও শহিদুল ইসলামকে।