মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দু’দিন ব্যাপী একুশে বই মেলার আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সুরাইয়া পাঠাগারের উদ্যোগে শুভ্র প্রকাশ বিশেষ শিশু বিদ্যালয় মাঠে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আলোচনা সভার মধ্য দিয়ে বই মেলা শেষ হয়। বারের বইমেলায় ৫ টি স্টল বসে। তারমধ্যে ২টি স্টল আনন্দ প্রকাশনী ও মেঘ প্রকাশনীর বাকি ৩টি স্টল সুরাইয়া পাঠাগারের । বই মেলায় গুনীজন সম্মাননা, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। বই মেলায় ৫টি ষ্টল বসে।
শুভ্র প্রকাশ বিশেষ স্কুলের প্রধান শিক্ষক সুরাইয়া মনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিশু সাহিত্যিক তানজীর লিটন, সাহিত্যিক আনিস রহমান, বাংলাদেশ একাডেমির সাবেক ডিজি হাবিব ওয়াহিদ, মেঘ প্রকাশনীর, সম্পাদক কবি শাহিন লতিফ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।