৭ম ধাপের ইউপি নির্বাচনে সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের চেয়ারম্যান পদে টেলিফোন মার্কায় বিজয়ী লাভ করে আজ (৮ ফেব্রুয়ারী) মঙ্গলবার আমিলাইষে সাধারণ জনগণের ভালোবাসায় সিক্ত হলো বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নবনির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী।
সকাল ১০ টায় তিনি পায়ে হেঁটে আমিলাইষ পশ্চিম ডলু নিজ বাসস্থান থেকে বের হয়ে আমিলাইষ হিলমিলি সড়কে পুলের গোড়া, দক্ষিণ হিলমিলি, পূর্ব ডলু, নলুয়া তালতল, পূর্ব ডলু, সারওয়ার বাজার, মধ্যম আমিলাইষ, পশ্চিম আমিলাইষে পদক্ষিন করে সাধারণ জনগণের সাথে কুশলাদি বিনিময় করেন। এসময় সাথে ছিলেন সাবেক চেয়ারম্যান সোলাইমান সহ সাধারণ জনসাধারণ, এরপর সাবেক চেয়ারম্যান সারওয়ার উদ্দিন চৌধুরীর সাথে কুশলাদি বিনিময়ের পর সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এতে উভয়ই আমিলাইষের উন্নয়নে পাশে থাকার আশা ব্যক্ত করেন নবনির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী।