1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জীবিকা নির্বাহের জন্য দুইজনকে ভটভটি কিনে দিলেন চেয়ারম্যান নয়ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

জীবিকা নির্বাহের জন্য দুইজনকে ভটভটি কিনে দিলেন চেয়ারম্যান নয়ন

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ২০১ বার

অসহায় ভটভটি চালক এবং এক চোরকে জীবিকা নির্বাহের জন্য ভটভটি কিনে দিলেন মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। গত রবিবার (৩০ জানুয়ারি) প্রতিদিনকার মত সন্ধ্যায় একটি দোকানে বসলেন নেতাকর্মীদের নিয়ে। বেশ কিছুদিন পূর্বে করেরহাট বাজারে একটি দোকান চুরি হয়, তার কিছুদিন পরে চোরগুলো শনাক্ত করে চেয়ারম্যান মহোদয়ের কাছে নিয়ে আসা হলে চেয়ারম্যান মহোদয় ৫জন চোরকে ৫০হাজার টাকা করে মোট আড়াই লক্ষ টাকা জরিমানা করেন। এর মধ্যে দোকানের মালিক নজরুল দোকান চুরির পর বেশ কয়েকলক্ষ টাকা দেনার মধ্যে পড়ে যায়, অসহায় হয়ে ভাড়ায় ভটবটি চালানো শুরু করে। কিন্তু সারাদিন ভটবটি চালিয়ে মালিক কে টাকা দেয়ার পর নিজের সংসার চালাতেও হিমসিম খায়, সেখানে দেনা দেয়াতো দুরের কথা।‌ এর ভিতরে দেনাদাররা যখন টাকার জন্য চাপ দিচ্ছে তখন দোকানদার অসহায় হয়ে পড়ে চেয়ারম্যান মহোদয়ের কাছে একটা চোরকে নিয়ে আসলে, চেয়ারম্যান চোরদের টাকার জন্য চাপ দেয়। এবং অসহায় নজরুল কে একটি ভটভটি, এবং চুরি না করে কর্ম করে খাওয়ার জন্য একজন চোরকে একটি ভটভটি কিনে দিবেন বলে আশ্বস্ত করেন। তিনি চোরকে বলেন কর্ম করে খেতে আর কখনো যাতে কোন চুরি বা খারাপ কিছুর সাথে না জড়ায় সে জন্য কঠিন হুশিয়ারী করে দেন।

যে কথা সে কাজ। চুরি হওয়া দোকানের অসহায় মালিক নজরুল কে তার অসহায়ত্ব দূর করতে একটা ভটভটি, এবং একটা চোরকে চুরি না করে কর্ম করে খাওয়ার জন্য একটা ভটভটি কিনে দেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে চেয়ারম্যান নয়ন তা কাজে প্রমাণ দিলেন, তাদের দুটি ভটভটি কিনে দিয়ে তাদের এবং তাদের পরিবারের মুখে হাঁসি ফুটালেন তিনি। আজ ইউনিয়ন পরিষদে ভটভটি দুটি তাদের হাতে হস্তান্তর করেন চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইমরুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক আক্তার হোসেন সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net