1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে কড়িকান্দি ইউনিয়নে জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

তিতাসে কড়িকান্দি ইউনিয়নে জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৩৭ বার

কুমিল্লা জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার সকালে তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়ন পরিষদে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় মাদক, বাল্যবিবাহ, করোনাভাইরাস, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত মহিলা সমাবেশে জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ। এছাড়া আরো বক্তব্য রাখেন, কড়িকান্দি ইউপি সচিব আলমাছুর রহমান, ইউপি সদস্য সাইদুর রহমান ভূঁইয়া।

এসময় জেলা তথ্য অফিসের ঘোষক আবদুল করিম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসানুল উল্লাহ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোজাম্মেল হক, বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী- পেশার মহিলাগণ।

সমাবেশে বক্তাগন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছেছে, দরিদ্র মানুষ যাদের বাড়ী নাই বা বাড়ী করার সামর্থ্য নাই তাদের সরকারী উদ্যোগে বাড়ী করে দেয়া হচ্ছে। এছাড়াও মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ ও বাল্য বিবাহ প্রতিরোধসহ করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে মাস্ক পরিধান করার জন্য অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net