শীর্ষস্থানীয় পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান নোমান গ্রুপের উপদেষ্টা মোহাম্মদ নুরুল ইসলাম’র সৌজন্যে প্রধানমন্ত্রীর ও আ.লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে লোহাগাড়ায় নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) উপজেলার আধুনগর ইউনিয়নের ৮শত পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেছেন ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীন।
এসময় তিনি বলেন, যেকোনো সংকটময় পরিস্থিতিতে নোমান গ্রুপ সাধারণ মানুষের পাশে থাকে। এলাকার শীতার্ত মানুষের কথা চিন্তা করে আমি চাচা নরুল ইসলাম সাহেব কে অনুরোধ আপনাদের জন্য এ-সব শীতবস্ত্র নিয়ে এসেছি। নোমান গ্রুপ সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে নিরবচ্ছিন্ন কাজ করছে। যা মানবতার অনন্য উদাহরণ। তাদের এমন কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়নের সাধারণ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।