1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়ির ওবাইদিয়া মাদ্রাসা থেকে ভুয়া গোয়েন্দা গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

ফটিকছড়ির ওবাইদিয়া মাদ্রাসা থেকে ভুয়া গোয়েন্দা গ্রেফতার

মোস্তফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৮৬ বার

চট্টগ্রামের ফটিকছড়িতে জাকারিয়া ফারুকী জকু ওরফে মানিক (৪৭) নামের এক ভুয়া গোয়েন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ ফেব্রুয়ারী বিকালে উপজেলার নানুপুর ওবাইদিয়া মাদ্রাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জকু চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর সর্তা আকবর শাহ বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে।

জানা যায়, শনিবার বিকাল ৩ টার দিকে গ্রেপ্তার জকু মাদ্রাসায় এনএসআই এর গোয়েন্দা পরিচয়ে মাদ্রাসার বাৎসরিক আর্থিক নিরীক্ষার কাগজপত্র দেখাতে বলেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে তাকে আটক করে। তার কাছ থেকে গোয়েন্দা পুলিশের ভুয়া আইডি কার্ড ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে পুলিশ৷ এর আগে নানুপুর জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসাতেও একই কায়দায় বাৎসরিক আয়ের নিরিক্ষার কাগজপত্র দেখাতে বলে এই ভুয়া গোয়েন্দা। তখন মাদ্রাসায় অনিয়ম হচ্ছে দাবী করে তিনি দশ হাজার টাকা ঘুষ দাবী করেন। পরে তাকে এক হাজার টাকা দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে ভুয়া গোয়েন্দা পুলিশকে আটক করি। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।’

ছবির ক্যাপশন: ফটিকছড়িতে পুলিশের হাতে গ্রেপ্তার ভুয়া গোয়েন্দা জাকারিয়া ফারুকী জকু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net