মীরসরাই উপজেলার প্রকল্প বাস্তবায়নের আওতায় ৮ টি ব্রীজের উন্মুক্ত দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাইফুল্লাহ মজুমদার এর সঞ্চালনায় উক্ত দরপত্র প্রক্রিয়া অনুষ্ঠানে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন সহ উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, যুব উন্নয়ন কর্মকর্তার কাজী আব্দুল আলিম সহ উপজেলা কর্মকর্তারা।
এসময় স্বচ্ছ লটারি প্রক্রিয়ায় মাধ্যমে ৮টি ঠিকাদারি প্রতিষ্ঠান বাছাই হয়।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাইফুল্লাহ মজুমদার বলেন, ৫,৭৬,০০,০০/= মূল্যের ৮টি ব্রীজের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। এর সময় এই ব্রিজের জন্য ৪৫৯টি শিডউল বিক্রি হয়।