1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান পৌরসভার ছত্রপাড়ায় এক একর কৃষিজমি কেটে মাটি নেয়া হচ্ছে বিভিন্নস্থানে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

রাউজান পৌরসভার ছত্রপাড়ায় এক একর কৃষিজমি কেটে মাটি নেয়া হচ্ছে বিভিন্নস্থানে

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৯৬ বার

রাউজান পৌরসভার সাত নং ওয়ার্ডের ছত্রপাড়ায় এক একর কৃষিজমি কেটে মাটি নেয়া হচ্ছে বিভিন্নস্থানে। সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায়, প্রায় এক একর জমি থেকে মাটি উঠিয়ে গভীর কুপে পরিণত করা হয়েছে।স্কেলেবেটর ব্যাবহার করে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ট্রাকে উঠিয়ে। এভাবে মাটি নেয়ার ফলে আশেপাশের জমি কুপে ধসে পড়ার হুমকিতে রয়েছে। উল্লেখ্য যে, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী প্রায় প্রতিটি সভা সমাবেশে কৃষি জমি নষ্ট করে মাটি না উঠাতে সকলকে সতর্ক করে আসছেন। এ বিষয়ে নজরদারি করে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকেও নিদ্দেশ দিয়ে রেখেছেন। মাটি তুলে নেয়া জমির একাংশের মালিক দাবি করে মোহাম্মদ বেলাল নামের এক ব্যক্তি বলেছেন,চৌধুরী এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ভরাট হয়ে যাওয়া পুকুরটি স্কেলেভেটর দিয়ে মাটি খনন করে নিয়ে যাচ্ছেন।প্রতিদিন রাতেই ড্রাম ট্রাক যোগে পুকুর খনন করে মাটি নিয়ে যায় এ ঠিকাদার প্রতিষ্ঠান।জানা যায়, ঐ ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে রাউজানের কয়েকটি রাস্তাসহ বিভিন্ন উন্নয়ন কাজ চলমান আছে। স্থানীয়দের অভিযোগ তাঁর কাজের মাটির জোগান দিতে ছত্রপাড়ার ছোট একটি ডোবার সাথে থাকা প্রায় এক একর কৃষি জমি খনন করে মাটি নিচ্ছেন মাছ চাষের পুকুর খননের অজুহাত দাঁড় করিয়েছে। এ বিষয়ে পৌর সাত নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন বলেন স্কেলেভেটর ব্যবহার করে কৃষি জমি থেকে মাটি উঠিয়ে নেয়ার বিষয়ে আমি জানি না।কোনো বিশেষ প্রয়োজনে কৃষি জমি থেকে মাটি নিতে হলে পৌর কর্তৃপক্ষের অবশ্যই অনুমতি নিতে হয়।এ ব্যাপারে জানতে চাইলে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন ছত্রপাড়ায় কৃষিজমিতে পুকুর খনন অথবা খনন করে মাটি কাটার কোনো অনুমতি কোনো ব্যক্তিকে দেয়া হয়নি।বিষয়টি তিনি দেখবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net