রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ওয়াহেদের খীল এলাকায় মরহুম মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন চৌধুরীর বাড়ী যাতায়াতের সড়কটি দিয়ে শতাধিক পরিবারের বাসিন্দারা চলাচল করে। শতাধিক পরিবারের বাসিন্দাদের চলাচলের সড়কটি মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন চৌধুরীর নামে নামকরন করার পর সড়কটি সংস্কার করে সড়কের প্রশস্তকরন করার মাধ্যমে সড়কটি নির্মান কাজ শুরু করেছেন রাউজান পৌরসভা।গতকাল ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সড়কটির মাটি ভরাট করার কাজ উদ্বোধন করেন রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন। এসময়ে আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মিজান, রফিক, নুর আলমসহ গন্যমান্য ব্যক্তিরা। রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন বলেন, বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন চৌধুরীকে নতুন প্রজ্জমের কাছে স্মরণীয় করে রাখতে তাহার নাম অনুসারে সড়কের নামকরন করার মাধ্যমে সড়কের নির্মান কাজ করা হচ্ছে।