রাউজান কওমি আকিদার একটি মাদ্রাসার ছাত্র ইমন (১১) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।গতকাল ১৯ ফেব্রুয়ারী শনিবার ১টার দিকে রাউজান পৌরসভা ৫নং ওয়ার্ডের বাঁচা মিয়া দোকানের পশ্চিম পাশে দারুচ্ছালাম তাহফীজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার সকালে ইমন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে ইমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে বিষক্রিয়ায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।শনিবার বিকেল ৫টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে রান্নাঘর থেকে একটি কীটনাশক ও স্প্রে করার বোতল জব্দ করেন।
নিহত ওই শিশু চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা ভূজপুর থানার আলিয়ার চুলা গ্রামের দিনমজুর মো. আবছারের ছেলে। পুলিশ রান্নাঘরের সানসেট থেকে কীটনাশক উদ্ধার করেছে। তার নিচে একটি প্লাস্টিকের চেয়ার রাখা আছে। ওই কক্ষটি সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত। তবে সিসিটিভি মনিটর নষ্ট বলে দাবি কর্তৃপক্ষের। মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন, সকাল ৭টায় খাবার খেয়ে সবাই মাদ্রাসা সংলগ্ন পরিত্যক্ত ওজুখানায় খেলতে যান। খেলতে খেলতে বড়ই খাওয়ার সময় সেখানে পড়ে গেলে মাদ্রাসার হুজুর হাসপাতালে নিয়ে যান। বিষ রাখা প্রসঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষ বলেন, ক্ষেতে দেওয়া অবশিষ্ট বিষ রাখা ছিল, সেগুলো খেয়েছে। নিহত শিশু ইমন ২ ভাই ১ বোনের মধ্যে সবার বড়।মাদ্রাসার স্বত্বাধিকার আজিজুল হক জানান, মাদ্রাসার পাশেই বেগুন বাগান আছে।বাগানের জন্য এনে রাখা কীটনাশক মাদ্রাসায় আনা হয়েছিল। এ কীটনাশক খেয়ে ইমন গুরুতর অসুস্থ হয়। পরে তাকে রাউজানে একটি হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা চমেকে পাঠিয়ে দেন। চমেকে নেওয়ার ২০ মিনিট পর মৃত্যু হয় তার।রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, শিশুর রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে শনিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে কীটনাশক ও স্প্রে বোতল জব্দ করেছি। লাশ ময়নাতদন্তের পর ঘটনা যানা যাবে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।