তখন রাত ৮টা। রাউজান পৌরসভার কার্যালয়ের সামনে বসেছিলেন অপচনশীল ময়লা আবর্জনার বেচা-কেনার অস্থায়ী হাট।নানান বয়সী নারী-পুরুষ ও কিশোর-কিশোরীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের হাট-বাজার,বাড়ির আশ-পাশ,রাস্তাঘাটসহ বিভিন্ন জায়গা থেকে অপচনশীল আবর্জনা কুড়িয়ে বিক্রির উদ্দেশ্য নিয়ে আসলে পরিবেশ বান্ধব পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ তার জনসেবামূলক কাজ শেষ করে অপচনশীল আবর্জনা কিনে নেন
প্রতিবস্তা ১০০ টাকা দরে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে এসব আবর্জনা কিনে তিনি।রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী নির্দেশনায় রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ এসব আবর্জনা কিনেন বলে জানা গেছে।এ সময় প্রতিবস্তা ১০০ টাকা দামে ৪শতাধিক বস্তা অপচনশীল আবর্জনা ক্রয় করেন মেয়র।তিনি অপচনশীল আবর্জনা সংগ্রহকারীদের উৎসাহিত করতে দেখা যায়।
পৌর মেয়র বলেন,সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব থাকায় প্লাস্টিকের সামগ্রী যত্রতত্র ফেলা হচ্ছে।এতে দূষিত হচ্ছে পরিবেশ৷যেহেতু প্লাস্টিকের সামগ্রী মাটিতে মিশে যায় না।এর একাংশ পুনঃব্যবহারযোগ্য নয়। তাই ক্রমশ তা বর্জ্য হিসেবে জমা হচ্ছে লোকালয়ের বুকে৷নালা,খাল,নদীতে পড়ে বাঁধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা।কৃষিজমিগুলো ধীরে ধীরে অনাবাদিতে পরিণত হচ্ছে।তাই পরিবেশকে দূষণমুক্ত রাখতেই রাউজান পৌরসভার এমন উদ্যোগ নেয়া হয়েছে।এপর্যন্ত প্রায়১২হাজারের অধিক বস্তা অপচনশীল আবর্জনা ক্রয় করে স্তুপ করে রাখা হয়েছে বলে জানা তিনি।