দুই ডোজ টিকা নেওয়ার পরেও করোনা আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রবাসীর দিগন্তের চট্টগ্রাম ব্যুরো চিফ সাংবাদিক জাহেদুল ইসলাম।
বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তার পজিটিভ রিপোর্ট আসে।
সাংবাদিক জাহেদুল ইসলাম নিজেই ফেসবুকে পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাতকানিয়ায় করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। নিয়ম মেনে দুই ডোজ টিকা নিলেও সম্প্রতি জ্বর জ্বর ভাব লাগায় তিনি নমুনা দেন। এর এক সপ্তাহ পর তার রিপোর্ট পজিটিভ আসে।
বর্তমানে তার কোনো করোনা উপসর্গ নেই বলে জানান তিনি।
নমুনা দেয়ার এক সপ্তাহ পর রিপোর্ট পজিটিভ আসলেও কোনো উপসর্গ না থাকায় তাকে আইসোলেশনে থাকতে হবে না বলে জানান স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ আ ম ম মিনহাজুর রহমান।