খাগড়াছড়ি শহরের ৫নং ওয়ার্ডের উত্তর ইসলামপুর এলাকায় গতকাল রাত ১১টা দিকে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বজলু মিয়ার একটি মুদি দোকান, আমেনা খাতুনের চায়ের দোকান ও এক সাথে রাখা বাহারুল, করিম ও দুলালে পুড়ে গেছে সম্বল ব্যাটারি চালিত তিনটি ইজিবাইক।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ছুটে এলেও ততোক্ষণে আগুনে প্রায় শেষে।
আগুনে পুড়ে যাওয়া মুদির দোকানদার মালিক বজলু মিলা বলেন, দশ লাখ টাকার বেশি মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এখন কি খরব।
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিন টমটম। তিন টমটম মালিক মোঃ করিম, বাহারুল ইসলাম ও দুলাল মিয়া বলেন, আগুনে টমটম চলে যাওয়া মানে আমরাও চলে যাওয়া। আমরা তিন জনের তিনটা গাড়ি কেনা হয়েছে তিন লোন তোলে। গাড়িগুলো কেনা হয়েছে ছয় মাস হয়েছে। প্রতি সপ্তাহে লোন পরিশোধ করতে হয়। এখন আমরা কি করব। পরিবার চলত এই টমটমের উপার্জন দিয়ে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসে স্টেশন কর্মকর্তা রাজেশ বড়–য়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পুড়ে যাওয়া ক্ষয়ক্ষতি হয়েছে সতের লাখের বেশি।
খাগড়াছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মজিব বলেন, হদ্র দরিদ্র কোন রকম দোকান শুরু করেছে। এখন নিশ হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরর্ণ দেওয়া দরকার। ওদের পাশে আমাদের সবারই দাঁড়ানো দরকার। ওরা এখন অসহায়।