কুমিল্লার চৌদ্দগ্রামে স্বাধীনতা দিবস উপলক্ষে করপাটি আদর্শ ইসলামী মিশন মহিলা মাদরাসায় অভিভাবক-পরিচালক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ মার্চ) সকালে মাদরাসা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন ও পাটানন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা আবু তাহের মোল্লা।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মোজাফফর আহমেদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রউফ মোল্লা, রেজাউল করিম মোল্লা, জালাল শিকদার, সাবেক ইউপি সদস্য ফারুক বেপারী।
মাদরাসার সুপার মাওলানা তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোস্তাফিজুর রহমান, হাফেজ মাওলানা আব্দুল্লাহ্ আল মামুন, সমাজসেবক আবু বকর সিদ্দিক, আবুল বাশার, খোরশেদ আলম পাটোয়ারী, মোজাম্মেল হক মোল্লা, মাওলানা মোজাম্মেল হক, কনকাপৈত ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মজুমদার শাকিল, মাদরাসার নির্বাহী পরিচালক জাফর আহমেদ, পরিচালক হারুনুর রশিদ, দেলোয়ার হোসেন মোল্লা, অভিভাবক সাদ্দাম হোসেন মোল্লা, কাজী সোহেল, আমান উল্লাহ্, গোলাম কিবরিয়া, সাইফুল ইসলাম, সাহাব উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরষ্কার বিতরণ করা হয়।