খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়্যারমান মংসুইপ্রু চৌধুরী অপুর উপর গতকাল সন্ত্রাসী হামলার তীব্রনিন্ধা ও প্রতিবাদ জানিয়েছেন মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ।
আজ ১ মার্চ মঙ্গলবার সকাল মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই হামলার নিন্ধা ও প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা করেন।
এতে বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, জেলা পরিষদ সদস্য এমএ জব্বার, আব্দুর রাজ্জাক, সাবেক বাটনাতলী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম মোহন, আলমগীর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন এই হামলা পরিকল্পিত, হামরার পিছনে কারা জড়িত তদন্ত করে আইনের আওতায় আনার দাবী জানান।