চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়ায় আশ্রয়ণ প্রকল্প এলাকার একটি সড়কের কাজ পরিদর্শন শেষে উপজেলা সদরে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাঈদুজ্জামান চৌধুরী।
বুধবার (৯ মার্চ) সকাল ১১টায় পুকুরিয়ার ঝিঝি ফকির মাজার সংলগ্ন প্রধানসড়ক এলাকায় এ ঘটনা ঘটে। তবে গাড়ি চালকের দক্ষতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এ ঘটনায় ইউএনও’র গাড়ির ক্ষতি হয়েছে।
স্থানীয় প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি ইটবাহী ড্রাম ট্রাক প্রথমে সিএনজি অটোরিকশাকে পরে ইউএনও’কে বহনকারী গাড়িটিতে সজোরে আঘাত করে। এতে গাড়ীর সম্মুখ ভাগ ও একপাশে ধাক্কা লাগে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটিকে জব্দ করলেও পালিয়ে গেছে চালক। এ ঘটনায় অন্যদিকে সিএনজি অটোরিকশার ৩ যাত্রী আহত হয়েছেন।
ইউএনও’র গাড়ি চালক মো. মনছুর আলম বলেন, ‘দ্রুত বাম দিকে মোড় না নিলে আমাদের বড় দুর্ঘটনার কবলে পড়তে হতো। আমি সিএনজি অটোরিকশার দুর্ঘটনা দেখে দ্রুত মোড় নেয়ায় প্রাণে বাঁচলাম। বড় কোন দুর্ঘটনা না ঘটলেও গাড়ী আঘাতপ্রাপ্ত হয়।
দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক সড়ক দুর্ঘটনা, পরিবহন নৈরাজ্য, অদক্ষ ও বেপরোয়া চালকদের দৌরাত্ম্য বেড়ে চলছে। সড়ক দুর্ঘটনা এড়াতে বাঁশখালীর মানুষ প্রতিবাদ করে যাচ্ছে। তারা এর প্রতিকারে জনপ্রতিনিধি এবং প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানিয়ে আসছে।