1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বরেণ্য কবি কামাল চৌধুরীকে সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

চৌদ্দগ্রামে বরেণ্য কবি কামাল চৌধুরীকে সংবর্ধনা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ১৮৫ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে গৌরবজনক রাষ্ট্রীয় পুরস্কার ‘একুশে পদক-২০২২’ প্রাপ্ত বরেণ্য কবি কামাল চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি।

বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরী, সরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ্ আল মাসুদ, মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডা. এইচ আর হারুনুর রশিদ, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সালাম, কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থনীতি) মোহাম্মদ আব্দুর রহিম।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান এর সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন, এফবিসিসিআই পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, চৌদ্দগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ শীব প্রসাদ দাসগুপ্ত, চিওড়া সরকারী কলেজের অধ্যক্ষ আবু নাছের খাঁন, সুপ্রীম কোর্টের আইনজীবি আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, হাজী জানে আলম ভূঁইয়া, বিজয়করা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিজয়করা স্কুল এন্ড কলেজের আইসিটি ভবন নির্মাণ কাজের ভার্চুয়ালী উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনিসহ আগত অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net