‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’- এই স্লোগান সামনে রেখে কুমিল্লার তিতাসে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বুধবার (২ মার্চ) সকাল ১১টায় তিতাস উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে র্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সেতারুজ্জামান, সাব রেজিস্ট্রার কর্মকর্তা মোহাম্মদ মোমেন মিয়া, মহিলা কর্মকর্তা রেহেনা বেগম, সমবায় কর্মকর্তা বিল্লাল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায় ও নির্বাচন অফিসের কর্মকর্তা- কর্মচারীসহ নতুন ভোটাররা। র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় ভোটার দিবস ও ভোটারের গুরুত্ব নিয়ে মুক্ত আলোচনা করা হয়।