মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যে দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২” উপলক্ষে হাটহাজারী ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স স্টেশন কর্তৃক মহড়া অনুষ্ঠিত হয়েছে আজ।
উপজেলার ফতেয়াবাদ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে মহড়ার কিছু স্থির চিত্র এটি। হাটহাজারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহজাহানের নেতৃত্বে এতে ফায়ার সার্ভিস সদস্যরা অংশ নেন।
বিদ্যালয় ছাত্রীদেরকে এসময় অগ্নিনির্বাপন, পানিতে ডুবে যাওয়া রোধসহ নানা দূর্ঘটনা হতে বাচার কৌশল নিয়ে ধারণা দেন তাঁরা। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা মন্ডলীও উপস্থিত ছিলেন।