সুনামগঞ্জের ধর্মপাশায় ১২ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে ধর্মপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি) প্রকল্পের আওতায় অসহায়, দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলার সদর ইউনিয়নের মেউহারী জুনিয়র হাইস্কুলের ১২ জন ছাত্রীদের হাতে ওই সাইকেল তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জোবায়ের পাশা হিমু, ইউপি সদস্য আব্দুল মন্নাফ,ইউপি সদস্য রোমান আহমেদ, ইউপি সদস্য রিপন মিয়া,ইউপি সদস্য উজ্জ্বল মিয়া, ইউপি সদস্য নয়ন মিয়া, ইউপি সচিব বাবুল চৌহান,মেউহারী জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক উছমান গণি,ইউপি ডিজিটাল উদ্যোক্তা মোঃ সোহেল রানা প্রমুখ।