ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিক্ষা মন্ত্রণালয়ের বেনবেইজ কর্তৃক আয়োজিত ইন্টারেক্টিভ টিচিং এন্ড লাইভ ক্লাস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থী শিক্ষকদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
বুধবার ( ২ মার্চ) উপজেলা ইউআইটিআরসিই হলরুমে সপ্তাহব্যাপি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন প্রশিক্ষণার্থী শিক্ষকদের মাঝে এ সনদ বিতরণ করা হয়।
সনদ বিতরণ করেন, উপজেলা ব্যানবেইজ কর্মকর্তা সহকারী প্রোগ্রামার কাজী অনন্যা রহমান। এসময় ল্যাব এসিস্ট্যান্ট মোঃ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন। প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন আইসিটি প্রভাষক মুহম্মদ জাহিদুল হক।