সাতকানিয়ার আমিলাইষ সারওয়ার বাজারস্থ হাজী ইলিয়াছ শপিং সেন্টারের ৩ তলায় রূপালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিঃ শাখা আজ পহেলা মার্চ (মঙ্গলবার) উদ্বোধন করা হয়েছে। এসময়
উপস্থিত ছিলেন রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জেনারেল কডিনেটর নাজিম উদ্দিন , সাতকানিয়া শাখার ইনচার্জ মুফিজুর রহমান মুন্না।
উদ্বোধন করেন ৫ নং আমিলাইষ ইউনিয়ন পরিষদের সচিব পলাশ পাল।
উপস্থিত ছিলেন কারিতাস আশ্বাস প্রকল্প-মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী CTIP
জিয়াবুল হোসেন তারেক, সারওয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবছার আরো উপস্থিত ছিলেন সারওয়ার বাজারস্থ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীবৃন্দ।
নলুয়া-আমিলাইষের রূপালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর নেতৃবৃন্দ বিভিন্ন গ্রাহক সহ।
উক্ত শাখা উদ্বোধন উপলক্ষে ডিনার সেট উপহার গ্রহণ করেছেন রূপালী লাইফ ইন্স্যুরেন্স এর সাথে ব্যবসা করে সফল রুনা আক্তার এবং রিফুল জান্নাত ২ জনই আমিলাইষের গ্রাহক।
উদ্বোধনের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত পাঠ করেন স্থানীয় মসজিদে ইমাম।