হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে পাঁচ বছর বয়সী শিশু মোনতাহা মারা গেছে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া শরীফ কাজীর বাড়ির সেলিমের কন্যা সে।
বুধবার দুপুরের দিকে হয়তো শিশুটি বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। পরিবার তাকে খুঁজাখুঁজি করে পাচ্ছিলো না, পরে পুকুরের পানিতে ভাসতে দেখলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয় সমাজপতিরা বলছেন- আমাদের প্রত্যেকেই শিশু পরিবারের লোকজনকে অনেক সচেতন হতে হবে। সাধারণত দুপুরের টাইমে লোকজন ঘরের অভ্যন্তরেই থাকেন, পরিবেশ থাকে নিরিবিলি। ওই সময়টিতে দেখা যায়, শিশুরা বাইরে বেরিয়ে পড়েন। পুকুর পার্শ্ববর্তী এলাকায় শিশুরা এতে বেশিরভাগ দূর্ঘটনায় পতিত হন। এই দূর্ঘটনাও এমনই হলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন।