পোল্ট্রি খাদ্য ও মুরগীর বাচ্চার অসহনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে জেলা পোল্ট্রি এসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধন শেষে নরসিংদী জেলা প্রসাশন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরে স্মারকলিপি জমা দেয়া হয়।
মানববন্ধনে বক্তব্য বলেন, বড় বড় ব্যবসায়ীরা এই শিল্পকে কুক্ষিগত করে রেখেছে। উঠে দাঁড়াতে পারছেনা ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। এতে চরম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সবাই। দ্রুত সময়ের মধ্যে পোল্ট্রি শিল্পকে একটি নিতীমালায় আনতে সরকারের কাছে আহবান জানায়। এসময় উপস্থিত ছিলেন,৷ নরসিংদী পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক মিয়া, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু, সাংগঠনিক সম্পাদক সুমন শিকদার, আজিজুল,আঃ কায়ূম তারা মিয়া নাসির হাওলাদার,হাবিবুল্লাহ,ও মাসুদ সহ আরো অনেকে।