“মুজিব বর্ষের সফলতা-দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসন ও সিপিপি কার্যালয়ের উদ্যোগে র্যালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সিপিপি (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী) সদস্য ও সর্বস্তরের জনগনের অংশগ্রহনে প্রথমে র্যালী অনুষ্টিত হয়। পরে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের মাঠে সিপিপি সদস্যদের অংশগ্রহনে দুর্যোগকালীন মহড়া অনুষ্টিত হয়। পরে মহড়ায় অংশগ্রহনকারিদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সিপিপির চট্টগ্রামের উপ-পরিচিালক মো. হাফেজ আহমদ, সিপিপির সহকারি পরিচালক মো. সাইফুল ইসলামের সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্টাতা পরিবারের সদস্য শেখ মুজতবা আলী চৌধুরী মিলু ও মিশু, চট্টগ্রাম জজ কোর্টের এপিপি এডভোকেট রায়হাদ চৌধুরী রনি, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে প্রধান মো. ওমর ফারুক সহ শিক্ষকদ্বয়, জিল্লুল করিম শরীফি, সিপিপির (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী)জাতীয় পর্যায়ে শ্রেষ্ট স্বেচ্ছাসেবকের সন্মাননা প্রাপ্ত স্বেচ্ছাসেবক কল্যাণ বড়ুয়া, মো: হামিদ উল্লাহ, মিজান সিকদার, সিপিপির দায়িত্বরত মিঠু কুমার দাশ, জয়নাল আবেদীন রিপনসহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।