1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিঠাপুকুরে শতাধিক বছরের পূরনো মসজিদ সংস্কার নিয়ে সামাজিক বিভক্তির অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আল্লামা ইকবালের জন্ম বার্ষিকীতে ‘ইকবাল ও গণতন্ত্র‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের সাথে পুন্ড্র ইউনিভার্সি ও টিএমএস প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা পুরানা পল্টন সোসাইটির সচেতনতা র‍্যালি সফলভাবে সম্পন্ন সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগে ইসলামী কল্যাণরাষ্ট্রের অঙ্গীকার ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি নবীগঞ্জে আলোচনা সভা  অনুষ্ঠিত  মানিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা জামায়াতের আলোচনার প্রস্তাব, যা বললেন বিএনপির মহাসচিব জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না- নাহিদ ইসলাম

মিঠাপুকুরে শতাধিক বছরের পূরনো মসজিদ সংস্কার নিয়ে সামাজিক বিভক্তির অভিযোগ

খন্দকার রাকিবুল ইসলাম,স্টাফ রিপোর্টার-রংপুর অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৯৮ বার

রংপুরের জেলার মিঠাপুকুর উপজেলার অন্তর্গত রানীপুকুর ইউনিয়নের তাজনগর পশ্চিম-পাড়া জামে মসজিদ সংস্কার করে নতুন মসজিদ ‘নির্মাণ’ নিয়ে সামাজিক বিভেদ সৃষ্টি হয়েছে। হর-নারায়ণপুর মৌজাস্হ তাজনগর পশ্চিমপাড়া গ্রামের নতুন মসজিদ কমিটি এবং পূরাতন মসজিদ কমিটির মধ্যে। সামাজিক ভাবে হেও-করাসহ কয়েকটি পরিবারকে একঘরে করার অপচেষ্টা চলছে বলে জানান কয়েকজন। পূরাতন মসজিদ কমিটির সভাপতি আচাদ আলী, মসজিদের সম্পত্তি ও মসজিদ রক্ষায় থানায় অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তাজনগর পশ্চিম পাড়া গ্রামে প্রায় পাঁচ শতাংশ জমির উপর একটি তিনশত বছরের অধিক পূরনো আধাপাকা টিনশেড মসজিদ রয়েছে। তার পাশ্ববর্তী জায়গায় আরেকটি ১৬ শতাংশ জমি জুড়ে নতুন মসজিদ নির্মানের কাজ চলছে। দুটি মসজিদেই নামাজ আদায় করছেন মুসল্লীরা। রয়েছে আলাদা ঈমাম ও মুয়াজ্জিন।

পুরাতন মসজিদের সভাপতিঃ আচাদ আলী জানান,আমার পূর্বপুরুষ এজাদুল্লাহ মন্ডল মসজিদের জমি দান করেছিলেন এবং আবুল কাসেম,আমেনা বেগম নামেসহ তিন ব্যক্তি কিছু চাষবাদীয় জমি পূরাতন মসজিদের নামে দিয়েছিলেন। দানকরা জমির চাষাবাদের অর্থ মসজিদের বিভিন্ন কাজে ব্যয় করা হতো।পূরাতন মসজিদটি সংস্কার করার জন্য সবাই একত্রিত হলেও পরে অজ্ঞাত কারণে আরেকটি মসজিদ নির্মাণ শুরু হয়। আর পূরাতন মসজিদ ভেঙ্গে ফেলতে কৌশল অবলম্বন করে নতুন মসজিদ কমিটি। যা নিয়ে সমাজে বিভেদ সৃষ্টি হয়েছে।

পূরাতন মসজিদ কমিটির সভাপতি আচাদ আলী জানান, নতুন মসজিদ কমিটির সভাপতি হেলাল, সম্পাদক-মশিয়ার আমাদের পূরাতন মসজিদের সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করছে।তারা বিভিন্নভাবে উক্ত সমাজে বসবাসরত গ্রামবাসীর মাঝে আতংক ছড়িয়ে ধর্মপ্রাণ মুসল্লীদের পূরাতন মসজিদে নামাজ পড়তে নিষেধ করে আসছেন। পুরাতন মসজিদে নামাজ পড়লে একঘরে করার হুমকি দিচ্ছেন। ইলিয়াস, আইয়ুব,আসাদ, হায়দার আলী,ইয়াকুব সহ কয়েকজন জানান, নতুন মসজিদ নির্মাণের দরকার ছিলোনা। পূর্বের মসজিদটি সংস্কার করে এখানে সম্প্রিতি বজায় রেখে নামাজ পড়া যেতো। পূরাতন মসজিদ নতুন মসজিদ নিয়ে বিভেদ সৃষ্টি না করে, দুটো মসজিদেই নামাজ আদায় করার দাবি জানান তারা।

এ বিষয়ে নতুন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক,মশিয়ার রহমান জানান,চেয়ারম্যান দফায় দফায় সালিশ করেও মসজিদের জমি দিয়ে কয়েকজন বাড়িতে প্রবেশের রাস্তা করায় পূরাতন মসজিদ সংস্কার সম্ভব হয়নি। পরে ইদ্রিসআলী,তহিদুল,নজরুল,শফিকুল,মকবুল,আতাউর গং- মুসল্লীদের ভোগান্তি দেখে জমি দান করেন। এখন পূরাতন মসজিদ কমিটি আমাদের হয়রানি করছে।

এ বিষয়ে মিঠাপুকুর থানার এসআই ইমরান জানান, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। উভয় পক্ষের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা সাপেক্ষে সমাধান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net