মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের শতবর্ষী বিদ্যাপীঠ জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয় নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম মাষ্টার।
শিক্ষক, অবিভাবক, পুরাতন পরিচালনা কমিটি ও সংশ্লিষ্টদের সর্বসম্মতিতে নাম পাঠানোর পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম, মঙ্গলবার (৮ মার্চ) তাকে সভাপতি করে স্কুল পরিচালনা পর্ষদের এডহক কমিটির অনুমোদন দিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে।
কমিটির অন্যান্যরা হলেন, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম, শিক্ষক প্রতিনিধি অছিউর রহমান, অভিভাবক প্রতিনিধি হারুনুর রশিদ।
প্রধান শিক্ষক সাইফুল আলম বলেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান কমিটি শতভাগ কাজ করবে। উল্লেখ্য, বিদ্যালয়ের মোট শিক্ষার্থী ১৫৫৪ জন। এবার এসএসসি রেজাল্ট ৮৭.৭৮%।