1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে মুহুরী প্রজেক্ট বেঁড়ি বাঁধের পাশ কেটে মাটি বিক্রি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারা-কর্ণফুলীতে সাংবাদিকদের সাথে এনসিপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মতবিনিময় চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর প্রবাসী আবু বক্কর হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেফতার টেকনাফে মানবপাচার চক্রের আস্তানায় অভিযান: মালয়েশিয়াগামী ৮ জন উদ্ধার, আটক ৪ চন্দনাইশে নাশকতা এড়াতে সড়কে বিএনপি ও এলডিপির অবস্থান কর্মসূচি চন্দনাইশ সাতবাড়িয়াতে আগুনে ৪ বসতঘর পুড়ে ছাই টেকনাফে বখাটেদের বেপরোয়া দৌরাত্ম্য: ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদে শিক্ষককে মারধর, এলাকাজুড়ে ক্ষোভ  চন্দনাইশ সাবেক উপজেলা চেয়ারম্যান বিমানবন্দর থেকে গ্রেফতার চৌদ্দগ্রামে জামায়াত নেতার পিকআপ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা চন্দনাইশে সড়ক বিভাগের উদ্যোগে মোটরসাইকেল আরোহীদের মাঝে হেলমেট বিতরণ

মীরসরাইয়ে মুহুরী প্রজেক্ট বেঁড়ি বাঁধের পাশ কেটে মাটি বিক্রি

ইমাম হোসেন, মীরসরাই (চট্টগ্রাম) থেকে:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৫৮ বার

মীরসরাইয়ে মুহুরী প্রজেক্ট বেঁড়ি বাঁধের পাশ কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। এতে আগামী বর্ষা মৌসুমে বাঁধটি হুমকীর মুখে পড়বে। মাটি বিক্রির খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসে ঘটনাস্থল পরিদর্শক করেছেন। পরে এই ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা করছে চাইলে থানার ওসি মামলা না নিয়ে বিষয়টি নিয়ে সাধারন ডায়েরী করেছেন করে অভিযোগ ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ নুরন্নবী।

জানা গেছে, মুহুরী প্রজেক্ট বাজার থেকে সাড়ে তিন কিলোমিটার বেঁড়ি বাঁধটি পশ্চিম দিকে ফেনীর নদীর উপর থাকা ৪০ দরজা সুইচ গেইট পর্যন্ত চলে যায়। বাঁধটি বর্তমানে মুহুরী প্রজেক্ট সড়ক হিসেবে ব্যবহার হয়ে আসছে। মুহুরী প্রজেক্ট বাজার থেকে প্রায় আধা কিলোমিটার সামনে সড়কের উত্তর পাশে বাঁধের গোড়া কেটে গত কয়েকদিন ধরে মাটি বিক্রি করে দিচ্ছে স্থানীয় মোঃ পারভেজ, মোঃ রিয়াদ, মোঃফরহাদ।

সোমবার (২৮মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁধের পাশের এক’শ ফুট দৈর্ঘ্য ও ৩০ফুট প্রস্ত পর্যন্ত মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। মাটি নেওয়া জন্য ট্রাক তুলতে বাঁধের পাশে দেওয়া ৪টি নিরাপত্তা পিলারও ভেঙ্গে ফেলা হয়েছে। সংবাদ কর্মীরা আসছে খবর পেয়ে মাটি কাটার স্থান থেকে স্কেভেটর ও ট্রাক সরিয়ে নিয়েছে মাটি কাটার দায়িত্বে থাকা লোকজন।

মো.ফরহাদ অভিযোগ সম্পর্কে বলেন, প্রজেক্ট এলাকা বাঁধের উপর দিয়ে দিঘীতে পানি দেওয়া নিয়ে সুইচ গেইট এলাকার দায়িত্বে থাকা আনসার সদস্যদের সাথে আমাদের বাকবিতন্ডা হয়। কিন্তু মাটি কাটার সাথে আমাদের কোন সম্পর্ক নেই। এটা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো নুরন্নবী জানান, বাঁধের গোড়া থেকে মাটি কেটে নেওয়ার খবর পেয়ে আমাদের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপর আমাদের সহকারী উপ প্রকৌশলী মোঃ মানিক মিয়া বাদি অভিযুক্তদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন। কিন্তু থানার ওসি অভিযোগটি মামলা হিসেবে না নিয়ে সাধারণ ডায়েরী করে রাখেন। তিনি জানান, বাঁধের পাশ থেকে মাটি কেটে নেওয়ার ফলে আগামী বর্ষা মৌসুমে বাঁধটি ক্ষতির সম্মুখীন হবে।

জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন জানান, পানি উন্নয়ন বোর্ড প্রজেক্ট এলাকার বেঁড়ি বাঁধের পাশ থেকে মাটি কাটার বিষয়ে একটি সাধারন ডায়েরী করেছে। ডায়েরিটি তদন্ত করে মাটি কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, বাঁধের পাশ থেকে মাটি কেটে নেওয়ায় বাঁধটি ক্ষতিগ্রস্থ হওয়ার ঝুঁকি বেড়েছে। যারা এ মাটি কাটার সাথে জড়িত তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net