চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন পরিষদ এবং মেখল ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে।
ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম।
মেখল ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান এবং মেখল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সালাউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও মেখল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মুহিবুল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক চেয়ারম্যান আবদুল মালেক, ইউপি সচিব আকলিমা সুলতানা, ইউপি মেম্বারগণ।
ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ইছা আহমেদ, ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুল হান্নান তালুকদার, মেখল ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং মেখলের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এতে স্বত:স্ফুর্ত অংশ নেন।