রাউজান উপজেলা আওয়ামীলীগের স্থানীয় কার্যালয়ের বহুতল ভবনের কাজ পরিদর্শন করেছেন
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এম’পি। গতকাল সোমবার বিকালে তিনি রাঙ্গামাটি থেকে সাংগঠনিক সফর শেষে ফেরার পথে রাউজানের এমপি এবি এম ফজলে করিম চৌধুরী এম’পির আমন্ত্রণে দলীয় কার্যালয় পরিদর্শন ও গহিরা ডিগ্রী কলেজের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন রাউজানের সাংসদ এ বি, এম ফজলে করিম চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহামুদ স্বপন এমপি,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এডভোকেট সালাউদ্দীন ও আমিনুল ইসলাম আমিন,রাউজান উপজেলা আ.লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ,আ.লীগ নেতা কাজী মোহাম্মদ ইকবাল,আলমগীর আলী, নজরুল ইসলাম চৌধুরী,শওকত হাসান,জসিম উদ্দিন চৌধুরী,কাজী রাশেদ,মুছা আলম খাঁন প্রমুখ।