বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে ৫১তম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস পালন করা হয়। এদিন সকাল ৮টায় সারাদেশে ন্যায় একযোগে গাওয়া হয় জাতীয় সংগীত। এছাড়া জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শিশু কিশোরদের শরীর চর্চা প্রদর্শন করা হয়।
শনিবার সূর্যোদয়ের সাথে সাথে সন্দ্বীপ উপজেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ বেদীতে সাংসদ মাহফুজুর রহমান মিতা , উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বিএ এবং উপজেলা নির্বাহি কর্ম্কর্তা সম্রাট খীসা পুষ্পস্তবক অর্পণ মধ্য দিয়ে শ্রদ্ধা জানায়।এছাড়াও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এই সময় , সকাল ৮টায় সন্দ্বীপ উপজেলা মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ শুরু হয়, এতে সন্দ্বীপের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। দিবসটি উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগীতার বিজয়দের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এবং এই সময় বক্তব্য প্রদান করে সন্দ্বীপ উপজেলার চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বিএ ও উপজেলা নির্বাহি কর্ম্কর্তা সম্রাট খীসা।