আনোয়ারা সিনিয়র সাংবাদিক আনোয়ারা প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিউজ মেইলের আনোয়ারা প্রতিনিধি রফিকুল ইসলামের পিতা মোঃ আবদুল গণি ইন্তেকাল করেছেন। (ইন্না
-লিল্লাহি ওয়া- ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল (৩০ মার্চ) রাত পৌনে ৯টায় চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। সাংবাদিক রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি মরহুম আবদুল বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।মৃত্যুকালে মরহুমের বয়স ছিল ৯৪ বছর। দীর্ঘদিন যাবৎ তিনি শারীরিক বার্ধক্য জনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আজ (৩১ মার্চ) সকাল ১১টায় পূর্ব ডুমুরিয়া শাহী মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।