কুমিল্লার তিতাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক নির্দেশ মোতাবেক দেশব্যাপী সমাজের পিছে পড়া জনগোষ্ঠীর মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু।
সোমবার (২১ মার্চ) সকাল ১০ টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন যুবলীগের কার্যালয়ে ৫০জন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ মধ্যে রয়েছে, ৫ কেজি চাউল, ১ কেজি মুড়ি, ১ কেজি পেয়াজ ও ১ কেজি ছনা বুট।
এব্যাপারে যুবলীগ নেতা মোঃ সারওয়ার হোসেন বাবু বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্শেদে নিত্যপ্রয়োজনী খাদ্য সামগ্রী বিতরণ করেছি। ইনশাআল্লাহ যুবলীগ সবসময় মানুষের পাশে ছিলো এবং থাকবে।