হালদা নদীতে আজও অভিযান চালিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহেদুল আলম এসময় ৪টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেন এবং এর চালকদের ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের আমতুয়া ও তার আশপাশ এলাকায় এই অভিযান চলেছে আজ।
অভিযানকালে সহযোগিতার জন্য উত্তর মাদার্শা ইউপি চেয়ারম্যান সাহেদুল আলম, ১ নং ওয়ার্ডের মেম্বার আবু হেনা সিদ্দিকী, আইডিএফ, মৎস্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রশাসনের পক্ষে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ইউএনও।