1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অস্ত্রের চেয়ে কলম অনেক বেশি শক্তিশালী খাগড়াছড়ি রিজিয়ন কমান্ড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

অস্ত্রের চেয়ে কলম অনেক বেশি শক্তিশালী খাগড়াছড়ি রিজিয়ন কমান্ড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম

আলমগীর হোসেন, খাগড়াছড়িঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২০০ বার

খাগড়াছড়ি সদর রিজিয়নের রিজিয়ন কমান্ডার খাগড়াছড়ি জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

আজ রবিবার ( ১৩ মার্চ ) দুপুরে খাগড়াছড়ি সদর জোনের হলরুমে মতবিনিমিয় সভা অনুষ্টিত হয়।

মতবিনিমিয় সভায় খাগড়াছড়ির সেনা নবাগত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম বলেন, অস্ত্রের চেয়ে কলম অনেক বেশি শক্তিশালী। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাহাড়ে শান্তি, সম্প্রীতি অক্ষুন্ন রেখে কাজ করে যাচ্ছে কমল সৈনিকরা। বাংলাদেশ সেনাবাহিনী শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তাসহ পাহাড়ের মানুষের আত্ম-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস দমনসহ দেশ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বন্ধপরিকর।

রিজিয়ন কমান্ডার বলেন, সেনাবাহিনী পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করে দেশের অখন্ডতা ধরে রাখতে কাজ করছি। তাই চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান থাকবে জানিয়ে তিনি জেলায় কর্মরতদের সহযোগীতা কামনা করেন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের শান্তি,সম্প্রতি অক্ষুন্ন রাখতে ষড়যন্ত্রকারীদের সকলকে আরো সচেতন থাকার আহবান জানান তিনি।

এতে ডিজিএফআই এর ডেট কমান্ডার কর্ণেল সরদার ইসতিয়াক আহমেদ, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো: সাইফুল ইসলাম সুমন, জোন উপ-অধিনায়ক মেজর রিয়াদুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, দৈনিক অরণ্যবার্তা সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, সিনিয়র সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, নুরুল আজমসহ কর্মরত স্থানীয় সাংবাদিকরা এই সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net