মতোয়াল্লী কর্তৃক প্রচারিত ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ-ইসলামপুর হাজী পাড়া জামে মসজিদের পরিচালনা কমিটিতে স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা,অনিয়মিত মুসল্লীদের সদস্য করা, ইউনিয়ন নাম বাদ দেওয়াসহ কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ এনে প্রতিবাদ সভা করেছে স্থানীয় মুসল্লীরা।
১৩ মার্চ (রবিবার) এশারের নামাজের পর হাজী পাড়া বাজারে অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় মুসল্লী হাজী ছিদ্দিক আহমেদ সভাপতিত্বে, মাস্টার নুরুল আমিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন, হাজী পাড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি আজিজুল হক, মসজিদের দাতা সদস্য হাজী শামশুল আলম, ডাঃ আকমাল খাঁন, হাজী ছৈয়দ আলম ও নুরুল ইসলাম। এ সময় স্থানীয় ব্যবসায়ী,বাসিন্দা, মুসল্লীসহ সর্বশ্রেণী মানুষ উপস্থিত ছিলেন।
উক্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সর্ব সম্মতিক্রমে এলাকার একজন ব্যক্তিকে মতোয়াল্লী মনোনীত করা হয়েছিল। মতোয়াল্লীর নেতৃত্বে একটি স্বচ্ছ কমিটি গঠনের কথা থাকলেও তিনি অত্যন্ত কৌশলে মসজিদের দাতা, মুসল্লী, সম্মানিত ব্যক্তিদের বাদ দিয়ে তার পছন্দের লোকদের দিয়ে গত জুমাবারে একটি কমিটি গঠন করে দেন। বিষয়টি জানতে পেরে একই কমিটিতে থাকা সদস্য মাস্টার নুরুল আমিন, সোনা মিয়া, শামশুল আলম, নুরুল ইসলামের নেতৃত্বে প্রতিবাদ সভার ডাক দেন।
প্রতিবাদ সভায় স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন এলাকাবাসী। তারা আরো বলেন, যুগ যুগ ধরে মসজিদটি ইসলামাবাদ -ইসলামপুর ইউনিয়নের জনগণের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। প্রতিহিংসা পরায়ন হয়ে এ কমিটির প্যাড থেকে ইসলামপুর ইউনিয়নের নামটি রহস্যজনক কারণে বাদ দেওয়া হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করে বক্তারা আরো বলেন, উভয় ইউনিয়নের মুসল্লীদের মতামতের ভিত্তিতে কমিটি পূর্ণঃ গঠন করে সম্মানিত ব্যক্তিদের সম্মান দিতে হবে। অন্যতায় এ কমিটির বিরুদ্ধে তারা আরো বড় স্বরে কর্মসূচি দিতে বাধ্য হবে।
এ ছাড়া আগামী ১৭ মার্চ একই স্থানে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা এবং হাফেজ খানার ব্যানারে বার্ষিক ধর্মীয় সভা আয়োজন নিয়েও মিশ্রু প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এদিন আইনশৃংখলা পরিস্থতির চরম অবনতি ঘটতে পারে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।
অপরদিকে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম জিয়াউল হক জানান, প্রতিবাদকারীরা তাদের কাঙ্ক্ষিত পদ-পদবী না পেয়ে অপপ্রচার চালাচ্ছে।