কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী মোহাজের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলীর বিদায় সংবর্ধনা
১৪ মার্চ বিকেলে সম্পন্ন হয়েছে।
ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঈদগাঁও শাখার প্রধান উপদেষ্টা মুহাম্মদ রফিকুল ইসলাম।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঈদগাঁও শাখার যুগ্ন আহবায়ক আতা উল্লাহ বোখারীর সঞ্চালনায় শুরুতে
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঈদগাঁও শাখার আহবায়ক ও প্রধান শিক্ষক জসীম উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ বেলাল হোছাইন ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ হানিফ মিয়া।
এসময় প্রধান শিক্ষকদের মধ্যে ফরিদুল আলম, মনজুর আলম, রেহেনা ইয়াছমিন ও সহকারী শিক্ষক আমান উল্লাহ আমান বক্তব্য রাখেন।
সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা পুরষ্কার তুলে দেন রেহেনা ইয়াছমিন,শাহীন আক্তার,রোজিনা আক্তার ও সাবরিনা সফা মিহির ও
সম্মাননা ক্রেস্ট তুলে দেন মুহাম্মদ রফিকুল ইসলাম, জসীম উদ্দিন চৌধুরী, এমরান আলী চৌধুরী, ফরিদুল আলম ও মঞ্জুর আলম প্রমুখ।