1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উত্তর চট্টগ্রামের জনদূর্ভোগের বিষফোঁড়া খ্যাত হাটহাজারীর যানজট এবার কি সত্যিই নিরসন হবে? - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ কৃষি ব্যাংকে দুর্নীতির রাজত্ব, নেতৃত্বে জাহিদ হোসেন দক্ষ-কর্মক্ষম জনশক্তি গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা জুলাই আন্দোলনে আহত তন্বীর সম্মানে যে পদ খালি রাখলো ছাত্রদল ছাত্রদলের প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ আইন উপদেষ্টার পদত্যাগ দাবি জুলাই শহীদ স্বজনদের ২০২৪-২৫ অর্থবছরে বিমানে রেকর্ড ৯৩৭ কোটি টাকা মুনাফা ডাকসু নির্বাচনে ছাত্র অধিকারের প্যানেল ঘোষণা, ভিপি বিন ইয়ামিন-জিএস সাবিনা ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা পরিবেশবান্ধব চাষাবাদে মৎস্যখাতকে সমৃদ্ধ করা সম্ভব : ড. ইউনূস সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত

উত্তর চট্টগ্রামের জনদূর্ভোগের বিষফোঁড়া খ্যাত হাটহাজারীর যানজট এবার কি সত্যিই নিরসন হবে?

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১৬১ বার

উত্তর চট্টগ্রামের হাটহাজারী অঞ্চলের বিপর্যস্ত জনজীবনের বিষফোঁড়া খ্যাত
যানজট নিরসনে করণীয় নির্ধারণকল্পে মতবিনিময় সভার আয়োজন হয়েছে।

উপজেলা প্রশাসন ও হাটহাজারী পৌরসভার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো শাহিদুল আলমের সভাপতিত্বে বুধবার বিকেলে অনুষ্ঠিত এই মতবিনিময়ে বিভিন্ন সংস্থা, সংগঠন, শ্রেণি-পেশার প্রতিনিধি অংশ নেয়।

চট্টগ্রাম টু খাগড়াছড়ি, চট্টগ্রাম টু রাঙ্গামাটি মহাসড়ক পার হতে হলেই পড়বে হাটহাজারী উপজেলা।
দুই পার্বত্য জেলার প্রবেশপথই কিন্তু হাটহাজারী বাসস্ট্যান্ড, বাজার, কলেজ গেট এলাকা বয়ে যেতে হয় যেকোনো যাত্রী/পর্যটককে। এই সড়কের যানজট জনদূর্ভোগের বিষফোঁড়া হিসেবে খ্যাত, তা নিরসনকল্পে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

হাটহাজারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু রায়হান, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কামরুল হাছান, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মনজুরুল আলম মঞ্জু, হাটহাজারী পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন, হাটহাজারী ট্রাফিক বিভাগের পরিদর্শক মোঃ ছামিউর রহমান খান, সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা আবু আহসান মোঃ আজিজুল মোস্তফা এতে আলোচনায় অংশ নেন।

মতবিনিময় সভায় রমজানের আগেই নিম্নোল্লেখিত কয়েকটি প্রস্তাবনা বাস্তবায়নের জন্য উত্থাপন করা হয়

√ মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচল নিয়ন্ত্রন করা।
√ ঝুঁকিপূর্ণ চাঁদের গাড়িসহ বিভিন্ন অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা।
√ মহাসড়কের উপর গাড়ী পার্কিং বন্ধ করা।
√ মহাসড়কে ভারি যানবাহনগুলো চলাচলে সময়সীমা বেঁধে দেওয়া।
√ ফুটপাত ও সড়কের উপর অবৈধ ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করে হকারদের নির্দিষ্ট জায়গায় পূনর্বাসন করা।
√ হাটহাজারী বাসস্টেশন আশপাশ সম্প্রসারিত করা সহ কয়েকটি প্রস্তাবনা গ্রহণ করা হয়।

হাটহাজারী পৌরসভার সচিব বিপ্লব চন্দ্র মুহুরী, পৌর সহায়ক কমিটির সদস্য এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর, সহায়ক সদস্য শাহেদুল হক খোকন।

হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ন ম জিয়াউল হক চৌধুরী, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংবাদিক সুমন পল্লব, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, চট্টগ্রাম খাগড়াছড়ি বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহাজাহান, যুগ্ম সম্পাদক মো. জাফর, চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন, কার মাইক্রো সমিতির সভাপতি মোঃ জাবেদ প্রমুখ মতবিনিময় সভায় যানজটের কারণ ও সমাধান নিয়ে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net