গাজীপুর সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ২৬শে মার্চ উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা দোওয়া ও আলোচানা সভা অনুষ্ঠিত হয়। মহানগরীর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গাজীপুর মহানগরীর ১ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ সামছুল আলম গায়েন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান খাঁনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন , সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম আহমেদ আব্বাস, গাজীপুর জেলা তাঁতীলীগ একাংশের সভাপতি মোঃ নুরুজ্জামান চিশতী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগনেতা মোঃ মোশাররফ হোসেন মৃধা প্রমুখ।