খাগড়াছড়ি গুইমারা উপজেলার হাফছড়ি কালাপানি এলাকায় মোঃ রোমান গাজী (৫০) নামে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(১১ মার্চ) সকালে গুইমারা থানা পুলিশ উপজেলার হাফছড়ি ইউনিয়নের কালাপানি এলাকার মৃতের নিজ বাড়ি থেকে তার লাশটি উদ্ধার করে।
রোমান গাজী মৃত আফতার গাজীর ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক।
পরিবার সুত্রে জানাযায়, তিনি বসত বাড়ি নির্মান করতে গিয়ে অনেক দার দেনা হয়। এই নিয়ে পরিবারের সাথে কথা কাটা কাটি রাগারাগি করতেন। গভীর রাতে প্রায়েই সে বাসা থেকে একা বেড়িয়ে যেতেন ও একা থাকতেন।
গুইমারা থানার অফিসার ইনচার্জ, মিজানুর রহমান জানান, খবর পেয়ে তার ঘর থেকে রোমান গাজীর মৃতদেহ উদ্ধার করা হয়। আত্নহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে
লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।