খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।
২৬ মার্চ শনিবার সুর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনি ও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ সকাল ৮টায় গুইমারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন,কুচকাওয়াজ, ডিসপ্লে, ও ছাত্র-ছাত্রীদের সমাবেশ ৯ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ১০ টায় “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় সরকারি বেসরকারি দপতরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আলোচনায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র জানিয়ে স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং বিনম্রা শ্রদ্ধা নিবেদন করে নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার আহবান জানান।
বিকাল ৪ টায় প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় স্কুলের করিডোরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাছাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ সরকারী বিভিন্ন দপ্তরে আলোকসজ্জা করা হবে।