চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার মৌলবিবাজর থেকে শুরু হয়ে চর-বরমা হয়ে ধামাইর হাট সড়কের ২টি সেতুর নির্মাণ কাজে ধীরগতির ফলে বিপাকে পড়েছে ৫ গ্রামের কয়েক হাজার মানুষ ও চাষীরা।সরজমিনে গিয়ে দেখা যায় গত ২১/০৯/২০২০ এ সড়কের চর-বরমা এলাকার যতখালের উপর পুরাতন তকতার সেতু ভেঙে পুনরায় সেতু নির্মাণ কাজের উদ্ভধন করেন সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২ কোটি ৪৯ লাখ ৫৬ হাজার ছয়’শ একুশ টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজ শুরু হয়।
সংশ্লিষ্ট টিকাদার সেতু নির্মাণের জন্য ২পাশে ২টি পিলার নির্মাণ করে দীর্ঘ ৯মাস ধরে কাজ বন্ধ রাখে।অপরদিকে বরমা কলেজ সড়কের চর-বরমা এলাকার খালের উপর সেতুটি এপ্রিলে শুরুতে ভেঙে বিকল্প হিসেবে বাঁশের সাঁকো দেয়।জোয়ারের পানিতে সাঁকো টি তলিয়ে গেলে সাধারণত মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতায়াত করতে হয় চর- বরমা,চরতি,আরালিয়া,বাইনজুরী,ধামাইরহাট পার্শবর্তী তুলাতলি সহ বিভিন্ন এলাকার মানুষ,মুমূর্ষু রোগী,কৃষক,শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে চলাচল করে।সেতু ২টির নির্মাণ কাজের ধীরগতির ফলে চলাচলে বেড়েছে জনদুর্ভোগ।