1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসের কড়িকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন নারগিস আক্তার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

তিতাসের কড়িকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন নারগিস আক্তার

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২১১ বার

কুমিল্লা তিতাস উপজেলার কড়িকান্দি সদর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য হিসেবে শপথ নেয়ার পর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোসাঃ নারগিস আক্তার।

রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করে উক্ত ইউনিয়ন পরিষদের সচিব মো. আলমাসুর রহমান বলেন, ‘ইউনিয়ন পরিষদের প্রথম সভায় ইউপি সদস্যগণ তাদের মতামতে ৭.৮.৯নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মোসাঃ নারগিস আক্তারকে ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেছেন।’

তিনি আরও বলেন, ‘২নং প্যানেল চেয়ারম্যান হিসাবে ২নং ওয়ার্ড সাধারণ সদস্য মো. লিয়াকত আলী এবং ৩নং প্যানেল চেয়ারম্যান হিসাবে ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ ছাইদুর রহমান ভূইয়া নির্বাচিত হয়েছে।’

প্যানেল চেয়ারম্যান মোসাঃ নারগিস আক্তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমাকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কড়িকান্দি সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ সাইফুল আলম মুরাদ ও আমার সহযোদ্ধা ইউপি সদস্যদের প্রতি।’

তিনি আরও বলেন, ৭.৮.৯নং ওয়ার্ডের ভোটার ও সর্বস্তরের মানুষ আমাকে নির্বাচিত করে পরিষদে পাঠিয়েছে। এখন পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা আমাকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি আমার ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে ঋণী হয়ে থাকলাম। তাদের প্রতি আরও দায়বদ্ধতা বেড়ে গেল। তারা আমাকে ইউপি সদস্য নির্বাচিত না করলে আমি আজ প্যানেল চেয়ারম্যান হতে পারতাম না।’

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কড়িকান্দি সদর ইউনিয়ন ৭.৮.৯নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য হিসেবে মোসাঃ নারগিস আক্তার নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net